ত্রিপুরার তেলিয়ামুড়ায় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তেজনা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়াম
ত্রিপুরার তেলিয়ামুড়ায় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তেজনা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় রাজনৈতিক উত্তেজনা। মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভার নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা এক সিপিআইএম কর্মীকে। ঘটনায় উত্তপ্ত গোটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী।

সিপিআইএম কর্মীর অভিযোগ, গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামের ওই সিপিআইএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি–আশ্রিত দুষ্কৃতকারীরা আক্রমণ সংগঠিত করে এবং নগদ এক লক্ষ টাকা দাবি করে। পাশাপাশি বাড়ি ঘরে প্রবেশ করে মহিলা ও শিশুদের উপর আক্রমণ করে বলেও অভিযোগ।

পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে ভোটকেন্দ্রে যাওয়ার মন স্থির করেন ওই সিপিআইএম নেতা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ২৯ কৃষ্ণপুর বিধানসভার শাসক বিজেপির ভূমিকা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে গুঞ্জন।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande