১ মে থেকে শুরু হতে চলেছে গুজরাট সুপার লিগের উদ্বোধনী মরসুম
গুজরাট, ২৬ এপ্রিল (হি.হ.) : ১ মে থেকে শুরু হবে ছয় দলের গুজরাট সুপার লিগের উদ্বোধনী মরসুম। ছয়টি দল
১ মে থেকে শুরু হতে চলেছে গুজরাট সুপার লিগের উদ্বোধনী মরসুম


গুজরাট, ২৬ এপ্রিল (হি.হ.) : ১ মে থেকে শুরু হবে ছয় দলের গুজরাট সুপার লিগের উদ্বোধনী মরসুম। ছয়টি দল গুজরাট সুপার লিগের (জিএসএল) উদ্বোধনী সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১-১২মে পর্যন্ত একক রাউন্ড-রবিন বিন্যাসে খেলা গুলি অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি হল – আহমেদাবাদ অ্যাভেঞ্জার্স, গান্ধীনগর জায়ান্টস, কর্ণাবতী নাইটস, সৌরাষ্ট্র স্পার্টানস, সুরাট স্ট্রাইকার্স, ভাদোদরা ওয়ারিয়র্স। সন্তোষ ট্রফির পর জিএসএল, দ্বিতীয় ভারতীয় ফুটবল টুর্নামেন্ট হিসেবে জনপ্রিয় হয়ে উঠবে যা বিশ্বব্যাপী ফিফা প্লাসে স্ট্রিম করা হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইকেএ এরিনা, ট্রান্সস্টেডিয়ায়। সমস্ত ম্যাচ ফিফা প্লাস এবং গুজরাট স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande