পূর্ব ত্রিপুরা আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, দাবি প্রদেশ বিজেপির
আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং অ
পূর্ব ত্রিপুরা আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, দাবি প্রদেশ বিজেপির


আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ শুক্রবার পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভট্টাচার্য বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে রাজ্যে৷

তিনি আরও বলেন, কোনও জায়গায় কোনও ধরনের হিংসার ঘটনা ঘটেনি ভোটকে কেন্দ্র করে৷ পশ্চিম ত্রিপুরা আসনে যেমন শান্তিপূর্ণ ভোট হয়েছে তেমনি পূর্ব ত্রিপুরা আসনেও সুষ্ঠু ও অবাধ ভোট হয়েছে৷

এই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি তিনি ভোটের কাজে নিযুক্ত সর্বস্তরের কর্মী এবং নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানান৷ সেই সাথে তিনি ভোটারদেরও অভিনন্দন জানিয়েছেন ভোট উৎসবে শামিল হওয়ার জন্য৷

রাজ্যে ভোট উৎসবকে কেন্দ্র করে বিগত দিনে যে ধরনের অশান্তির ঘটনা ঘটত, তা ইতিহাস হয়ে গিয়েছে বলে দাবি করেন রাজীব৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী৷

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande