সন্দেশখালি-কাণ্ডে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : মেঝে খুঁড়তেই অস্ত্রভাণ্ডার ! আর তার জেরে লোকসভা ভোটের মুখে ফের শিরোনামে
সন্দেশখালি-কাণ্ডে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : মেঝে খুঁড়তেই অস্ত্রভাণ্ডার ! আর তার জেরে লোকসভা ভোটের মুখে ফের শিরোনামে সন্দেশখালি। শেখ শাহজাহান ''ঘনিষ্ঠে''র আত্মীয়ের বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেড়ি ঘিরে রেখেছে এনএসজি। তল্লাশি অভিযানের নেপথ্যে অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল। ভোটের মুখে ''সাজানো নাটক'' বলেই কটাক্ষ কুণাল ঘোষের।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ইস্যু জিইয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্তে অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে দিল্লির তরফ থেকে। আগাম সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে। খবর ছড়িয়ে, যন্ত্র নামিয়ে বাজার গরম করছে। পুলিশের আরও সতর্ক থাকা দরকার।”

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাফিজুল খাঁ আবার শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে। সঙ্গে যান বিদ্যুৎ দফতরের কর্মীরাও। রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয়। সূত্রের খবর, একটি বাক্সের ভিতর প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। বোমাও উদ্ধার করা হয়েছে। বিকেলের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছয় এনএসজি। স্নিফার ডগও নিয়ে যাওয়া হয় এলাকায়। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের তল্লাশিতে একটি রহস্যময় ব্যাগ বাড়ি থেকে বের করে এনএসজির রোবট।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande