তেলিয়ামুড়ায় অটো দুর্ঘটনায় গুরুতর আহত চালক ও পথচারী
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উ
তেলিয়ামুড়ায় অটো দুর্ঘটনায় গুরুতর আহত চালক ও পথচারী


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ এপ্রিল (হি.স.) : দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে দুর্ঘটনাগ্রস্ত অটো। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক সহ পথচারী। দুর্ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা অফিস টিলা এলাকায় শুক্রবার সকালে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া থেকে টিআর ০৬ ২৬৬১ নম্বরের অটো কৃষ্ণপুরের দিকে আসছিল দ্রুত বেগে। মাইগঙ্গা অফিস টিলা এলাকায় আসামাত্রই অটোটি রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে পড়ে এক পথচারীর উপর। এলাকাবাসী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে অটোর নীচ থেকে উদ্ধার করেন বিক্রম বণিক নামের এক ব্যক্তিকে।

দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার‌ হাসপাতালে নিয়ে আসেন। দুজনের মধ্যে পথচারী বিক্রম বণিকের অবস্থা গুরুতর। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

এদিকে একাংশ জনগণের অভিযোগ, তেলিয়ামুড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ট্রাফিক ব্যবস্থা খুবই দুর্বল থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলছে। তবে নামকাওয়াস্তে ট্রাফিক দপ্তর থেকে সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হলেও তা আদতে লোক দেখানো ছাড়া আর কিছুই নয় বলে অভিযোগ বুদ্ধিজীবী মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande