আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা
মোন্তেভিদেও, ২৬ এপ্রিল (হি.স.) : ৪টি বিশ্বকাপে খেলা উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বৃহস্পতিবা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা


মোন্তেভিদেও, ২৬ এপ্রিল (হি.স.) : ৪টি বিশ্বকাপে খেলা উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন।৩৭ বছর বয়সী মুসলেরা লা সেলেস্তেতে ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১১ সালের উরুগুয়েকে কোপা আমেরিকা জিততে তিনি সাহায্য করেছিলেন। তিনি এখন তুর্কি ক্লাব গালাতাসারায়ের একজন খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন ।২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয় সহ তার সেরা কিছু মুহুর্তের ভিডিও সহ উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে মুসলেরাকে ধন্যবাদ জানিয়েছে। আর দেশটির সকার অ্যাসোসিয়েশন বলেছে, আপনি উরুগুয়ের ফুটবলকে সমৃদ্ধ করেছেন।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande