শিলিগুড়িতে রাজু বিস্টের উপর হামলার অভিযোগ, ভোটের শেষপর্বে উত্তেজনা
শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার ভোটের শেষ বেলায় দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্টের
শিলিগুড়িতে রাজু বিস্টের উপর হামলার অভিযোগ, ভোটের শেষপর্বে উত্তেজনা


শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার ভোটের শেষ বেলায় দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্টের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার এসএফ রোড সংলগ্ন একটি হিন্দি স্কুলে ভোট পরিস্থিতি দেখতে যান রাজু বিস্ট। সেখানে প্রথমে তাঁকে আটকায় তৃণমূল কর্মীরা।

তৃণমূল জানায়, বহিরাগতদের নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন না তিনি। যদিও রাজু বিস্ট জানিয়ে দেন, প্রার্থী হিসেবে তাঁর একা যেতে কোনও বাধা নেই। এরপর নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে বুথের ভেতরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজু। ফিরে যখন বাইরে আসেন, তখনই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার শিকার হন তাঁর নিরাপত্তারক্ষীরাও। এলাকায় উপস্থিত হন বিজেপির কর্মী-সমর্থকরা। মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায় এসএফ রোড এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তৃণমূল ও বিজেপি দু’পক্ষকেই নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার /সোনালি




 

 rajesh pande