অক্সিজেন সাপোর্ট নিয়ে ভোট দিতে এলেন ৭৮-এর বৃদ্ধা
বেঙ্গালুরু, ২৬ এপ্রিল (হি. স.): শুক্রবার দেশে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন বেঙ্গালু
old


বেঙ্গালুরু, ২৬ এপ্রিল (হি. স.): শুক্রবার দেশে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন বেঙ্গালুরুর একটি ভোটকেন্দ্রে দেখা গেল অক্সিজেন সাপোর্ট নিয়ে ভোট দিতে এলেন বছর ৭৮-এর এক বৃদ্ধা।

জানা গেছে, ভোট দেবেন নাকি দেবেন না, এই দোলাচলে পড়েছিলেন বছর ৭৮-এর বৃদ্ধা কলাবতী। সম্প্রতি হঠাৎই তার রক্তের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কাশি এবং শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে তাকে জয়নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি শুক্রবার অসুস্থ অবস্থাতেও ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁর জেদের কাছে হার মানে চিকিৎসকরাও। অক্সিজেন সাপোর্ট নিয়ে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাঁকে। সঙ্গে যান নার্সরাও। স্ট্রেচারে করে গিয়ে বেঙ্গালুরুর জয়ানগরের ভোট কেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি।

উল্লেখ্য, বয়সজনিত কারণে কিংবা শারীরিক অসুস্থতার কারণে কেউ ভোট দিতে ভোটকেন্দ্রে না আসতে পারলে বাড়িতে বসেই অনলাইন ফর্ম পূরণ করে নিজের ভোট দেওয়ার অধিকার রয়েছে নাগরিকদের।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande