ফের সন্দেশখালি নিয়ে আইনি লড়াই কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যর
কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ফের সন্দেশখালি নিয়ে আইনি লড়াই শুরু হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ
ফের সন্দেশখালি নিয়ে আইনি লড়াই কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যর


কলকাতা, ২৬ এপ্রিল (হি. স.) : ফের সন্দেশখালি নিয়ে আইনি লড়াই শুরু হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য সরকারের। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফে। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, আগামী ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি হবে। জমি, ভেড়ি দখলের অভিযোগের পর সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তও সিবিআই-কে দিয়েছে কলকাতা হাই কোর্টে। এই দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবারই নারী নির্যাতন ইস্যুতে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে একটি ইমেল আইডি খোলা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেই ইমেল আইডি [email protected] । এখানে সরাসরি অভিযোগ জানানো যাচ্ছে। সূত্রের খবর, এই ইমেল আইডি-তে ধর্ষণ, শ্লীলতাহানির মতো বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। আর সেসব অভিযোগের ভিত্তিতে সিবিআই এফআইআর দায়ের করেছে বলে খবর।

শুক্রবার জানা গিয়েছে, এই এফআইআর দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেশখালিতে নারী নির্যাতন ইস্যুতে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। এই বিষয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করেছে রাজ্য প্রশাসন। সেই মামলা গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আগামী ২৯ এপ্রিল শুনানি।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande