রাঁচিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, বেশ কয়েকজন পড়ুয়া আহত
রাঁচি, ২৭ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুল বাস। চালক নিয়ন্ত্রণ হারিয়ে
বেশ কয়েকজন পড়ুয়া আহত


রাঁচি, ২৭ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুল বাস। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় শনিবার সকালে বাসটি উল্টে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। রাঁচির মান্দার ব্লকে এই দুর্ঘটনাটি ঘটেছে, এক স্কুল পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার সকাল ৭টায় মান্দার চুন্দের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সেন্ট মারিয়া স্কুলের, ওই বাসে কমপক্ষে ৮০টি স্কুলপড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। সেন্ট মারিয়া স্কুলের বাসটি শিশুদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তায় বাঁক নেওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঠে উল্টে যায়। এর পর শিশুরা চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে হাত লাগান, এরইমধ্যে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। বাসের কাচ ভেঙে শিশুদের উদ্ধার করা হয়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande