রবীন্দ্রনাথকে শত কোটি প্রণাম অমিত শাহর
কলকাতা, ৮ মে, (হি.স.): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র
tagore


কলকাতা, ৮ মে, (হি.স.): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালজয়ী রচনার মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন শক্তির সঞ্চারই করেননি বরং তাঁর দৃঢ় চিন্তা দিয়ে দেশের সংস্কৃতি ও সাম্যকেও আলোকিত করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার আলো প্রজ্জ্বলন করেছিলেন।

মহান চিন্তাবিদ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তাঁর জন্মজয়ন্তীতে জানাই শত কোটি প্রণাম।”

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande