দিল্লিতে ধর্ণা এএপি-র, উঠল 'জেল কা জবাব, ভোট সে' দেওয়ার স্লোগান
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে ধর্ণা দিলেন আম আদমি
দিল্লিতে ধর্ণা এএপি-র


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে ধর্ণা দিলেন আম আদমি পার্টি (এএপি)-র কর্মীরা। শনিবার সকালে দিল্লির লক্ষ্মী নগর এলাকার কাছে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন এএপি-র কর্মী-সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, 'জেল কা জবাব, ভোট সে'।

এএপি নেতা তথা পূর্ব দিল্লি সংসদীয় আসনের প্রার্থী কুলদীপ কুমার বলেছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লিবাসীকে সর্বোত্তম স্কুল এবং বিনামূল্যে-বিদ্যুৎ দেওয়ার জন্য কাজ করেছেন, বিজেপি তাঁকে ফাঁদে ফেলেছে। কুলদীপ আরও বলেছেন, আমরা লক্ষ্মী নগরের একটি ফুট-ওভার ব্রিজে আছি এবং ‘জেল কা জবাব, ভোট সে’ প্রচার শুরু করেছি। বিজেপি যে স্বৈরাচার দেখিয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে তার জবাব দিতে প্রস্তুত দিল্লির মানুষ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande