অত্যধিক গরম দেশের বিভিন্ন রাজ্যে, হিমাচলের লাহাউল-স্পিতিতে স্বস্তির তুষারপাত
নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের পূর্ব ও দক্ষিণ উপদ্বীপে চলবে তাপপ্রবাহ।
হিমাচলের লাহাউল-স্পিতিতে স্বস্তির তুষারপাত


নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশের পূর্ব ও দক্ষিণ উপদ্বীপে চলবে তাপপ্রবাহ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক স্থানে, ওডিশার কিছু অংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী চার দিন বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পূর্ব উত্তর প্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।

২৮ তারিখ পর্যন্ত কেরলে ও মাহে; ২৮-২৯ তারিখ পর্যন্ত কোঙ্কন, গোয়া এবং ২৮-৩০ এপ্রিল পশ্চিম উত্তর প্রদেশ, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং ইয়ানাম অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দফতর ২৯ এপ্রিল পর্যন্ত মুম্বইয়ের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা। ঝাড়খণ্ডেও অত্যধিক গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন রাজ্য যখন গরমে নাজেহাল, বৃষ্টির প্রতীক্ষায়, সেই সময় তুষারপাতের সাক্ষী হল হিমাচল প্রদেশ। শনিবার হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতিতে স্বস্তির তুষারপাত হয়েছে। লাহাউল-স্পিতিতে পাহাড়, রাস্তাঘাট বরফের চাদরে ঢাকা পড়ে যায়। কাশ্মীর এবং উত্তরাখণ্ডেও আবহাওয়া এখন মনোরমই রয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande