তৃতীয় দফায় ধনী প্রার্থীর সম্পত্তি ১৩০০ কোটি, দরিদ্রতম প্রার্থীর কাছে মাত্র ১০০ টাকা
নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : মঙ্গলবার দেশজুড়ে তৃতীয় দফার ভোট। একদিকে সাড়ে তেরোশো কোটির সম্পত্তি নিয়ে ভো
election


নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : মঙ্গলবার দেশজুড়ে তৃতীয় দফার ভোট। একদিকে সাড়ে তেরোশো কোটির সম্পত্তি নিয়ে ভোটের ময়দানে কোটিপতি প্রার্থী। অন্যদিকে দরিদ্রতম প্রার্থীর সম্বল মাত্র ১০০ টাকা।

তৃতীয় দফার ধনীতম প্রার্থী পল্লবী শ্রীনিবাস ডেম্পো। তাঁর মোট ১৩৬১ কোটি টাকার সম্পত্তি। ধনীতম প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মোট ৪২৪ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। তৃতীয় স্থানে রয়েছেন ছত্রপতি সাহু শাহজি। ৩৪২ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই প্রার্থীর।

অন্যদিকে, তৃতীয় দফার দরিদ্রতম প্রার্থী ইরফান আবুতালিব চাঁদ। মাত্র ১০০ টাকা সম্বল করে লড়ছেন তিনি। প্রার্থী রেখাবেন হরসিংবাই চৌধুরির হাতে রয়েছে ২০০০ টাকা। দরিদ্রতম প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। একই পরিমাণ সম্পত্তি নিয়ে ভোটের লড়াইয়ে নির্দল প্রার্থী মনোহর প্রদীপ সাতপুটেও।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande