সন্দেশখালিতে সিবিআই হানার বিরোধিতায় তৃণমূল, নির্বাচন কমিশনে একগুচ্ছ নালিশ
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ, আর ওই দিন উত্তর ২৪
সন্দেশখালিতে সিবিআই হানার বিরোধিতায় তৃণমূল


কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): শুক্রবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ, আর ওই দিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সিবিআই হানা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে। চিঠিতে লেখা হয়েছে, ভোটের সময় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানায় তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। এ জন্য জরুরি ভিত্তিতে একটি নির্দেশিকা দিক কমিশন।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের সময় কেন্দ্রীয় সংস্থার বার বার অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন তা দেখেও দেখেনি। তার মধ্যে ভোটের দিন সিবিআই ‘সন্দেশখালির ফাঁকা জায়গায়’ অভিযান চালিয়েছে। শুধু তা-ই নয়, পরে তারা অতিরিক্ত আধিকারিক, বম্ব স্কোয়াড এবং এনএসজি-কে ডেকেছে। রিপোর্টে বলা হয়েছে একটি বাড়ি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দিনভর সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যেমন রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র তেমনই রয়েছে পুলিশের ব্যবহারের রিভলভারও। এ ছাড়াও উদ্ধার হয়েছে কার্তুজ, দেশি বোমা। সিবিআইয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে, অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিও। যেখানে রয়েছে জেলবন্দি শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্রও। দিনভর তল্লাশি চালানোর পর রাত ৯টা ৫৪ মিনিটে সন্দেশখালি থেকে বেরিয়ে যায় সিবিআই এবং এনএসজি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande