ফের অশান্ত মণিপুর, কুকি জঙ্গিদের হামলায় মৃত্যু দুই সিআরপিএফ জওয়ানের
ইম্ফল, ২৭ এপ্রিল (হি.স.): আবারও অশান্ত হয়ে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার গভীর রাতে বিষ্ণু
মৃত্যু দুই সিআরপিএফ জওয়ানের


ইম্ফল, ২৭ এপ্রিল (হি.স.): আবারও অশান্ত হয়ে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারাণসেনা এলাকায় কুকি জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন সিআরপিএফ-এর দুই জওয়ান। গুলি এবং গ্রেনেডের আঘাতে গুরুতর জখম হয়েছেন চার জন। নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত সওয়া ২টো নাগাদ কুকি জঙ্গিদের একটি দল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে নারাণসেনা ফাঁড়িতে হামলা চালায়। তাদের নিশানা ছিল ফাঁড়ি লাগোয়া ব্যারাকটিও। সেখানে ছিলেন সিআরপিএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। গভীর রাতের অতর্কিত জঙ্গি হানায় নিহত হয়েছেন সিআরপিএফ-এর দুই জওয়ান। উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরে মোরেকে ফাঁড়িতে একই কায়দায় ভোররাতে হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। প্রসঙ্গত, শুক্রবার হিংসাদীর্ণ আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের একাংশে ভোট ছিল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande