বিদ্বেষের জন্ম দেওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী : ফারুক আব্দুল্লাহ
বদগাম, ৭ মে (হি.স.) : হিংসা, বিদ্বেষ সৃষ্টির জন্য রাজনীতিবিদদেরই দায়ী করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্
ফারুক আব্দুল্লাহ


বদগাম, ৭ মে (হি.স.) : হিংসা, বিদ্বেষ সৃষ্টির জন্য রাজনীতিবিদদেরই দায়ী করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। তিনি বলেছেন, বিদ্বেষের জন্ম দেওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক আব্দুল্লাহ।

সেখানে তিনি বলেছেন, ঘৃণা কি ভারতকে শক্তিশালী করবে? হিন্দু আর মুসলমান কি কোন ভাবেই আলাদা?... এই বিদ্বেষের জন্য আমরাই দায়ী। এই ঘৃণার জন্ম দেওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী, আমরা গান্ধীর ভারতে ছিলাম, মোদীর ভারতে নয়। আমরা গান্ধীর ভারতকে ফিরিয়ে আনতে চাই।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande