''বিতর্কিত'' মন্তব্য নিয়ে স্যাম পিত্রোদার থেকে দূরত্ব রচনা কংগ্রেসের
নয়াদিল্লি, ৮ মে (হি. স.): ''বিতর্কিত'' মন্তব্য নিয়ে স্যাম পিত্রোদার থেকে দূরত্ব রচনা করলো কংগ্রেস।
pitroda


নয়াদিল্লি, ৮ মে (হি. স.): ''বিতর্কিত'' মন্তব্য নিয়ে স্যাম পিত্রোদার থেকে দূরত্ব রচনা করলো কংগ্রেস। বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, পডকাস্টে ভারতের বৈচিত্র্যকে তুলে ধরার জন্য স্যাম পিত্রোদা যেসব রূপক ও উদাহরণ ব্যবহার করেছেন তা অসামঞ্জস্যপূর্ণ, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কখনওই গ্রহণযোগ্য নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস এটি কখনওই সমর্থন করে না।

উল্লেখ্য, সম্প্রতি পিত্রোদা মন্তব্য করেন, পূর্ব ভারতের লোকেদের চীনাদের মতো এবং দক্ষিণ ভারতের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। পশ্চিমের মানুষজনকে আরবি আর উত্তর ভারতীয়দের শ্বেতাঙ্গদের মতো দেখতে। এই বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বহু মানুষও পিত্রোদার মন্তব্যকে ‘বর্ণবিদ্বেষী’ বলেছেন।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande