মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ক্ষয়ক্ষতির খবর নেই
ইটানগর, ৮ মে (হি.স.) : আজ বুধবার ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব
Earthquake of magnitude 3.1 strikes in Arunachal Pradesh


ইটানগর, ৮ মে (হি.স.) : আজ বুধবার ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.১। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ ভোর ০৪:৫৫:৩৭টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৭.৫৯° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৩° পূর্বে

প্রসঙ্গত, এর আগে গত ১ মে সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande