উত্তরপূর্বীয় মানুষের মুখাবয়ব নিয়ে স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্য, প্রতিক্রিয়া হিমন্তবিশ্বের
‘আমি দেখতে ভারতীয়ের মতো, আমরা একটি বৈচিত্র্যময় দেশের নাগরিক’, বলেছেন মুখ্যমন্ত্রী গুয়াহাটি, ৮ মে
Himanta Biswa Sarma reacts to Pitroda-s remark


‘আমি দেখতে ভারতীয়ের মতো, আমরা একটি বৈচিত্র্যময় দেশের নাগরিক’, বলেছেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ মে (হি.স.) : ‘আমি দেখতে ভারতীয়ের মতো, আমরা একটি বৈচিত্র্যময় দেশের নাগরিক’, উত্তরপূর্বীয় মানুষের মুখাবয়ব নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

সম্প্রতি 'দ্য স্টেটসম্যান'-কে প্ৰদত্ত এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা ভারতের বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মুখ্যমন্ত্রীদের মুখাবয়ব নিয়ে মন্তব্য করে সমালোচনার সম্মুখীন হচ্ছেন। 'ইনহেরিট্যান্স ট্যাক্স'-এর ওপর মতামত ব্যক্ত করতে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পিত্রোদা। এতে নির্বাচনের আবহে কংগ্রেসকে এক কঠিন অবস্থানে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।।

একদা রাজীব গান্ধীর বেস্ট ফ্রেন্ড, অধুনা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্যাম পিত্রোদা ভারতকে একটি বৈচিত্র্যময় দেশ হিসেবে বর্ণনা করতে গিয়ে বলেন, ‘পূর্বের (পিউপল অব ইস্ট) মানুষ দেখতে চাইনিজদের মতো, পশ্চিমের মানুষ দেখতে আরবিদের মতো, উত্তরের লোকদের দেখতে হয়তো শ্বেতাঙ্গের মতো এবং দক্ষিণের মানুষদের দেখতে আফ্রিকানদের মতো৷’

সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওযার পর-পরই তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এক্স হ্যান্ডলে ইংরেজিতে লেখা বক্তব্যের বাংলা তর্জমা এ রকম, ‘স্যাম ভাই, আমি উত্তরপূর্বের বাসিন্দা এবং আমি দেখতে একজন ভারতীয়ের মতো। আমরা একটি বৈচিত্র্যময় দেশে বাস করি - আমাদের দেখতে ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই এক। হামারে দেশ কে বাড়ে মে থোড়া তো সমজ লো!’ মুখ্যমন্ত্রী ড. শর্মা পিত্রোদাকে দেশ (ভারত) সম্পর্কে আরও ভালো করে বোঝার জন্য পরামর্শ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande