গায়ের রঙে যোগ্যতা নির্ধারণ? স্যাম পিত্রোদার ''বিতর্কিত'' মন্তব্য নিয়ে নিশানা মোদীর
নয়াদিল্লি, ৮ মে (হি. স.): মানুষের যোগ্যতা কি তাদের গায়ের রঙে নির্ধারিত হবে? ইন্ডিয়ান ওভারসিজ কংগ্
modi


নয়াদিল্লি, ৮ মে (হি. স.): মানুষের যোগ্যতা কি তাদের গায়ের রঙে নির্ধারিত হবে? ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার ''বিতর্কিত'' মন্তব্যর তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী।

বুধবার এক নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ যদি আমাকে কটাক্ষ করে, আমি তা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার দেশের মানুষকে অপমান করার অধিকার কংগ্রেসকে কে দিয়েছে? মোদী এদিন বলেন, গায়ের রং যাই হোক না কেন, আমরা কৃষ্ণের পূজারী। গায়ের রঙের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয় কিনা তা কংগ্রেসের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি পিত্রোদা মন্তব্য করেন, পূর্ব ভারতের লোকেদের চীনাদের মতো এবং দক্ষিণ ভারতের লোকেদের আফ্রিকানদের মতো দেখতে। পশ্চিমের মানুষজনকে আরবি আর উত্তর ভারতীয়দের শ্বেতাঙ্গদের মতো দেখতে। এই বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande