স্যাম পিত্রোদাকে 'বিদেশি মানসিকতা' থেকে বেরনোর পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর
নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাকে ‘বিদেশি মানসিকতা’
Union Minister Kiren Rijiju criticises Sam Pitroda


নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাকে ‘বিদেশি মানসিকতা’ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা কিরেন রিজিজু।

অতি সম্প্রতি একটি জাতীয় সংবাদ মাধ্যমকে প্ৰদত্ত সাক্ষাৎকারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা ভারতের বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয়দের মুখাবয়ব চাইনিজদের মতো বলে মন্তব্য করেছিলেন। স্যামের এই মন্তব্য ভাইরাল হলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্ৰদেশ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা তীব্র নিন্দা-সমালোচনা করছেন। ভোটের আবহে স্যাম পিত্রোদার এ ধরনের হেঁয়ালিপনা সংবলিত বক্তব্য কংগ্রেসের প্রচণ্ড ক্ষতি হবে মনে করছে রাজনৈতিক মহল।

একদা রাজীব গান্ধীর বেস্ট ফ্রেন্ড, অধুনা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ তথা পরামর্শদাতা ও উপদেষ্টা স্যাম পিত্রোদার এই বক্তব্যকে গুরুত্ব না দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন কিরেন রিজিজু। তিনি বলেন, পিত্রোদার এই বক্তব্যের সঙ্গে কংগ্রেসের মন-মানসিকতা স্পষ্ট। গত সাত দশকের ক্ষমতাসীন কংগ্রস এই মানসিকতার বলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে মনোনিবেশ করেনি। পিত্রোদার বক্তব্যকে রাহুল গান্ধীর মানসিকতার প্রতিফলন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

রিজিজু বলেন, স্যাম পিত্রোদা বিদেশি মানসিকতায় পরিপুষ্ট। তাঁর এই ধারণা ভারতীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, এই মানসিকতা রাহুল গান্ধীর মধ্যেও রয়েছে।

তিনি বলেন, পিত্রোদার মন্তব্যে বিভজনমূলক চিন্তাভাবনা প্ৰস্ফুটিত হয়েছে। জাতীয় ঐক্য ও অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে তাঁর এই মন্তব্য। তিনি পিত্রোদার বিবৃতিকে 'উদ্ভট' বলে ব্যাখ্য করে তীব্র নিন্দা করে মানুষের চেহারা, খাদ্য, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ভারতের বৈচিত্র্যের ওপর জোর দিয়েছেন। কিরেনের বক্তব্য, স্যামের এই বক্তব্য অন্যান্য জাতির সাথে তুলনা করার নিশ্চয়তা দেয় না।

প্ৰসঙ্গত, সম্প্রতি 'দ্য স্টেটসম্যান'-কে প্ৰদত্ত এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা ভারতকে একটি বৈচিত্র্যময় দেশ হিসেবে বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘পূর্বের (পিউপল অব ইস্ট) মানুষ দেখতে চাইনিজদের মতো, পশ্চিমের মানুষ দেখতে আরবিদের মতো, উত্তরের মানুষজনকে দেখতে হয়তো শ্বেতাঙ্গের মতো এবং দক্ষিণের মানুষদের দেখতে আফ্রিকানদের মতো৷’

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande