গন্ডাছড়ায় শরণার্থী শিবিরবাসীদের সাহায্যের হাত বাড়িয়েছে বহু সংস্থা
শরণার্থী শিবিরবাসীদের সাহায্য
শরনার্থী শিবির চাউল প্রদান


গন্ডাছড়া (ত্রিপুরা), ১৯ জুলাই (হি.স.) : ধলাই জেলার গন্ডাছড়া শরণার্থী শিবিরে একে একে বহু সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। শুক্রবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গন্ডাছড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়।

প্রসঙ্গত, ৭ জুলাই গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোশিয়েশনের অন্তর্ভুক্ত গন্ডাছড়া ক্রিকেট মাঠে সম্পূর্ণ অবৈধভাবে চলা নাগরদোলা মেলায় সামান্য বচসাকে কেন্দ্র করে এক কলেজ পড়ুয়া যুবককে মারধর করা হয়। মারধরে গুরতর আহত যুবক পরমেশ্বর রিয়াং জিবিপি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১২ জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ১২ জুলাই রাতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় মহকুমায়। প্রায় শতাধিক বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় গৃহপালিত পশু। গৃহহীন হয়ে পড়ে শতাধিক পরিবার। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবির খোলা হয়। শিবিরে আশ্রয় নেন ৪০০ জন। অস্থায়ী শিবিরে আশ্রিত লোকজনদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে বিভিন্ন সংস্থা এবং ক্লাব।

আজ শুক্রবার ওই শিবিরবাসীদের পাশে দাঁড়িয়েছে গন্ডাছড়া ডিগ্রি কলেজ। এদিন সকাল ১০টায় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায় শিবিরে গিয়ে আশ্রিতদের সঙ্গে কথা বলেন। শিবিরবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অধ্যক্ষ শ্রীমন্ত রায়। কলেজের তরফে শিবিরবাসীদের হাতে ১০০ কেজি চাল তুলে দেন অধ্যক্ষ রায়।

(হিন্দুস্থান সমাচার)

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ / সমীপ কুমার দাস




 

 rajesh pande