ঢাকা, ১৯ জুলাই (হি.স.) : ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হল। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন এমনটাই ঘোষণা করেন। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
এদিন বিকেল ৩ টা নাগাদ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। অন্যদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ ডেকেছিল শাসকদল আওয়ামী লীগ। মূলত বড় কোনও হিংসা ও প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই জমায়েতের ওপর রাশ টানার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারও হিংসা আটকাতে কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী পড়ুয়াদের সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তাঁরা খারিজ করে দিয়েছেন। প্রস্তাব খারিজ হওয়ার পর মিছিল, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রসঙ্গত, গত তিন দিনের বিক্ষোভে নিহতের সংখ্যা ২৭। বৃহস্পতিবার সংরক্ষণ বিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের।
হিন্দুস্থান সমাচার / সোনালি দাস / সৌম্যজিৎ চক্রবর্তী