সরকারি ত্রিপলের উপর বসে বিক্ষোভ, বিতর্কে বিজেপি বিধায়ক
দুর্গাপুর, ২৪ জুলাই (হি.স) : রাজ্যজুড়ে হকার উচ্ছেদসহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির অভিযোগে বিক্ষোভ বিজেপির। বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি। আর এই বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে বিতর্
সরকারি ত্রিপলের উপর বসে বিক্ষোভ, বিতর্কে বিজেপি বিধায়ক


দুর্গাপুর, ২৪ জুলাই (হি.স) : রাজ্যজুড়ে হকার উচ্ছেদসহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির অভিযোগে বিক্ষোভ বিজেপির। বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি। আর এই বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের উপর বসে নাকি বিক্ষোভ দেখাচ্ছিলেন বিধায়ক থেকে বিজেপি কর্মী ও সমর্থকরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর সব বিধায়কদের বিশ্ব বাংলার লোগো দেওয়া ত্রিপল দেয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল বিলি করেননি। সরকারের ত্রাণের ত্রিপলের ওপর বসেই মুখ্যমন্ত্রীর বদনাম করছেন। খুবই দুর্ভাগ্যজনক।

পাল্টা সাফাই দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন,প্রচুর হকার অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। যাদের মাথায় ছাদ নেই। এই ত্রিপলগুলি তাঁদের দেওয়া হবে। বৃষ্টির কারণে রাস্তা ভিজে গিয়েছে। তাই হকাররা, সেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন। তৃণমূল কিছু না পেয়ে এর মাঝে রাজনীতি খুঁজছে।

হিন্দুস্থান সমাচার / শাশ্বতী মজুমদার / সোনালি দাস




 

 rajesh pande