অস্কারে যাচ্ছে লাপাতা লেডিজ
মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ' ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, সোমবার তাই সত্যি হল। ২০২৫ সালে অস্কার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে কিরণ রাও পরিচালিত
অস্কারে যাচ্ছে লাপাতা লেডিজ


মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ' ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, সোমবার তাই সত্যি হল। ২০২৫ সালে অস্কার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’। সোমবার ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

২৯টি সেরা ছবির মধ্যে জায়গা করে নিয়েছে কিরণের এই বিখ্যাত ছবি। কোন ছবি অস্কারের দৌড়ে অংশ নেবে তা ঠিক করে 'ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া।' আর এবার 'লাপাতা লেডিজ'-কে বেছে নিয়েছে তারা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande