ফিরে দেখা ২০২৫ : পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন যে নক্ষত্ররা
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : শেষের পথে ২০২৫ সাল। আসছে নতুন বছর। প্রতি বছরেরে মতো এবছরও দেখেছে একের পর এক বিদায়। অনেক পরিচিত মুখই চলে গেছেন না ফেরার দেশে। সেই নক্ষত্রগুলোর নিভে যাওয়া তৈরি করেছে এক শূন্যতা। হিন্দুস্থান সমাচারের এই আয়োজন ২০২৫ সাল
ফিরে দেখা ২০২৫


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : শেষের পথে ২০২৫ সাল। আসছে নতুন বছর। প্রতি বছরেরে মতো এবছরও দেখেছে একের পর এক বিদায়। অনেক পরিচিত মুখই চলে গেছেন না ফেরার দেশে। সেই নক্ষত্রগুলোর নিভে যাওয়া তৈরি করেছে এক শূন্যতা। হিন্দুস্থান সমাচারের এই আয়োজন ২০২৫ সালে খসে পড়া সেই তারাদের নিয়ে।

মহেশ কোঠে : ১৪ জানুয়ারি মহাকুম্ভে স্নান করতে গিয়ে প্রয়াত হন শরদ পওয়ারের শিবিরের নেতা তথা সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। জলে নামার পরই হার্ট অ্যাটাক হয় তাঁর।

প্রতুল মুখোপাধ্যায় : ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন বাংলা গানের প্রথিতযশা শিল্পী প্রতুল মুখোপাধ্যায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর কণ্ঠে 'আমি বাংলায় গান গাই' আজও মুখে মুখে ফেরে।

মনোজ কুমার: ৪ এপ্রিল ভারতীয় চলচ্চিত্রের আরেক কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার এপ্রিল মাসে ৮৭ বছর বয়সে মারা যান। ভারত কুমার নামে পরিচিত মনোজ ১৯৫৭ সালে তার কর্মজীবন শুরু করেন এবং ক্রান্তি, রোটি কাপড়া অউর মাকান এবং পূরব অউর পশ্চিমের মতো চলচ্চিত্র নির্মাণ করেন।

আব্দুর রেজ্জাক মোল্লা : ১১ এপ্রিল প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা । বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে তিনি রাজ্য মন্ত্রিসভায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দায়িত্ব সামলেছেন। নিজেকে পরিচয় দিতেন 'চাষার ব্যাটা' বলে।

বাল্মীক থাপার : ৩১ মে প্রয়াত ভারতের 'টাইগার ম্যান' বাল্মীক থাপার। বয়স হয়েছিল ৭৩ বছর। ভারতে বাঘ সংরক্ষণে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে বন্যপ্রাণ সংরক্ষণের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন ।

বিজয় রূপানি : ১২ জুন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় ৬৮ বছর বয়সে মর্মান্তিকভাবে মারা যান। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বরিষ্ঠ নেতা ছিলেন।

প্রফুল্ল রায় : ১৯ জুন প্রয়াত হন সাহিত্যিক প্রফুল্ল রায় । ‘কেয়া পাতার নৌকো’র স্রষ্টার বয়স হয়েছিল ৯০ বছর। বাংলা সাহিত্যের জগতে প্রফুল্ল রায়ের অবদান অনস্বীকার্য।

শেফালি জারিওয়ালা : গত ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা। তার এই আকস্মিক চলে যাওয়া ছিল পুরো বিনোদন জগতের জন্য এক বড় ধাক্কা।

আজিজুল হক : ২১ জুলাই প্রয়াত হন নকশালপন্থী নেতা আজিজুল হক। বয়স হয়েছিল ৮৫ বছর। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি।’

প্রমিলা তাই মেধে : ৩১ জুলাই ৯৬ বছর বয়সে প্রয়াত হন রাষ্ট্র সেবিকা সমিতির প্রাক্তন প্রধান প্রমিলা তাই মেধে । তাঁর মৃত্যু সংগঠনটির জন্য একটি বড় ক্ষতি।

সত্য পাল মালিক : ৫ আগস্ট প্রয়াত হন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক । ৭৯ বছর বয়সে মারা গেছেন তিনি। গোয়া এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

রজতকান্ত রায় : ৬ আগস্ট প্রয়াত হন বিশিষ্ট ইতিহাসবিদ রজতকান্ত রায়। ৭৯ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। ইতিহাস অধ্যয়নের এক নতুন খাত যেন তিনি বইয়ে দিতে সক্ষম হয়েছিলেন, গবেষক রূপে, অধ্যাপক ও চিন্তাবিদ রূপেও।

রবার্ট রেডফোর্ড : ১৬ সেপ্টেম্বর প্রয়াত হন কিংবদন্তি হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনয়ের পাশাপাশি ধীরে ধীরে পরিচালক হিসেবেও দর্শকের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি।

জুবিন গর্গ : ১৯ সেপ্টেম্বর অসমিয়া, বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে মারা যান। তাঁর অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। এখনও চলছে জুবিনের মৃত্যু মামলা।

বিজয় কুমার মালহোত্রা : ৩০ সেপ্টেম্বর ৯৪ বছর বয়সে মারা যান প্রবীণ বিজেপি নেতা বিজয় কুমার মালহোত্রা। বিজেপির প্রথম দিল্লি ইউনিটের সভাপতি, পাঁচবারের সাংসদ এবং ক্রীড়া প্রশাসক। দিল্লিতে দলের ভিত্তি মজবুত করতে, এবং সংসদ ও ক্রীড়া প্রশাসনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

পঙ্কজ ধীর: ১৫ অক্টোবর মহাকাব্য মহাভারতে কর্ণের ভূমিকায় সর্বাধিক পরিচিত পঙ্কজ ধীর মারা যান। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে তাঁর চরিত্রটি এখনও সবচেয়ে বেশি জনপ্রিয়।

গোবর্ধন আসরানি : ২০ অক্টোবর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। তার কেরিয়ারে অসংখ্য ছবি দর্শকের মন জয় করেছে।

পীযূষ পান্ডে : ২৩ অক্টোবর ৭০ বছর বয়সে প্রয়াত হন ‘অ্যাডম্যান’ পীযূষ পাণ্ডে। তিনি বিজ্ঞাপনজগতে এনেছিলেন বিপ্লব। ‘মিলে সুর মেরা তুমহারা’ বা ‘অব কি বার মোদী সরকার’— যে কোনও ধরনের বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার নেপথ্যে ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত পীযূষ।

সতীশ শাহ : ২৫ অক্টোবর মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-এর ইন্দ্রবদন সারাভাই-এর চরিত্রে তিনি দর্শকের মন জয় করেছিলেন। এছাড়াও বহু বলিউড ছবিতে তার উপস্থিতি দর্শকের মুখে হাসি ফুটিয়েছিল।

ডিক চেনি : ৩ নভেম্বর ৮৪ বছর বয়সে উত্তর ভার্জিনিয়ায় মারা যান ডিক চেনি। তিনি একজন মার্কিন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর উপ-রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করা হয়।

সুলক্ষণা পণ্ডিত : ৬ নভেম্বর জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে মারা যান। সত্তর ও আশির দশকের বহু সুপারহিট সিনেমার এই নায়িকা শেষ জীবনে অনেকটাই অন্তরালে ছিলেন।

জারিন খান: ৭ নভেম্বর ৮১ বছর বয়সে মারা যান সঞ্জয় খানের স্ত্রী, জারিন খান। ইন্টেরিয়র ডিজাইনের দিকে ঝুঁকে পড়ার আগে এবং বেশ কয়েকজন সেলিব্রিটির জন্য বিলাসবহুল পরিবেশ তৈরি করার আগে, বলিউডে তার একটি সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় কেরিয়ার ছিল।

কামিনি কৌশল : ১৪ নভেম্বর ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বিরাজ বহু', 'জিদ্দি', 'নদীয়া কে পার' অভিনেত্রী কামিনী কৌশল। কামিনী ছিলেন ভারতীয় সিনেমা জগতের অন্যতম এক ব্যক্তিত্ব। তিনি তাঁর ফিল্মি কেরিয়ারে ৯০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন|

ধর্মেন্দ্র : ২৪ নভেম্বর কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তার ৯০তম জন্মদিনের ঠিক কয়েকদিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’—অসংখ্য কালজয়ী সিনেমার এই নায়ক না ফেরার দেশে। তার প্রয়াণে চলচ্চিত্র জগতের একটি সোনালী যুগের অবসান ঘটল।

সিমোন টাটা : ৫ ডিসেম্বর প্রয়াত হন সিমোন টাটা। বয়স হয়েছিল ৯৫। তিনি ছিলেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা। তিনিই ছিলেন ল্যাকমির প্রতিষ্ঠাতা।

কল্যাণ চট্টোপাধ্যায় : ৭ ডিসেম্বর ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। একাধিক সিনেমা, সিরিজেও কাজ করেছেন তিনি। আর্টিস্ট ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়।

স্বপ্না দেব : ১৫ ডিসেম্বর ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন স্বপ্না দেব । তিনি ছিলেন বাংলা সাংবাদিকতা ও সম্পাদনার জগতের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, যিনি 'প্রতিক্ষণ' পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত এবং প্রগতিশীল চেতনা ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে খ্যাত ছিলেন।

ব্রিজিট বারডোট : ২৮ ডিসেম্বর প্রয়াত ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিট বারডোট। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। যিনি ১৯৬০-এর দশকে বিশ্বজুড়ে আধুনিক নারীত্বের প্রতীক হয়ে উঠেছিলেন এবং পরবর্তী সময়ে একজন কট্টর প্রাণী অধিকার কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande