রাজধানী ঢাকায় ২০০ মামলায় গ্রেফতার ২১০০ সন্ত্রাসী : ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব
রাজধানী ঢাকায় ২০০ মামলায় গ্রেফতার ২১০০ সন্ত্রাসী
Dhaka Metropolitan Police Commissioner (Operations) Biplab Kr Sarkar


।। রাজীব দে ।।

ঢাকা, ২৫ জুলাই (হি.স.) : বাংলাদেশের রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তারা যাতে ঢাকা শহর না ছাড়তে পারে, সে ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক ব্যবস্থা হাতে নিয়েছে, জানিয়েছেন ডিএমপি-র যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের সরকারি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। বিপ্লব কুমার সরকার বলেন, এখন পর্যন্ত ২০০টি মামলায় ২,১০০ জনের বেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আরও কিছু মামলা দায়ের হওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, রামপুরা বিটিভি ভবনে যারা সরাসরি হামলায় জড়িত ছিল, সেতু ভবনে হামলার সঙ্গে জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল, তাদের মধ্যে গ্রেফতার ২,১০০ জনের মধ্যে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল।

ডিএমপি-র যুগ্ম কমিশনার (অপারেশনস) বলেন, দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে যেখান থেকে উন্নয়নের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে, সেগুলোকে বেছে বেছে সন্ত্রাসীরা হামলা করেছে। সমস্ত নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে।

বিপ্লব সরকার আরও বলেন, এ সব জামায়াত ও বিএনপি চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ডিএমপি তাই করবে। সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে।

তিনি বলেন, আমরা আরও পরিকল্পনা করছি, যাতে এ ধরনের সন্ত্রাসীরা ঢাকা না ছাড়তে পারে। ঢাকার ভেতরে যারাই থাকুক না-কেন, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।

(সমাপ্ত)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস / অরবিন্দ




 

 rajesh pande