অলিম্পিকে নাদালের খেলা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ কোচের
প্যারিস, ২৬ জুলাই (হি.স.): রোঁলা গাঁরোয় অনুশীলনের সময় উরুতে চোট পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। আর এতে করে তার অলিম্পিকে খেলার সম্ভাবনা কমছে। মনে করছেন কোচ কার্লোস ময়া। ফ্রেঞ্চ ওপেনের কোর্ট রোঁলা গাঁরোয় এবার ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের
s1


প্যারিস, ২৬ জুলাই (হি.স.): রোঁলা গাঁরোয় অনুশীলনের সময় উরুতে চোট পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। আর এতে করে তার অলিম্পিকে খেলার সম্ভাবনা কমছে। মনে করছেন কোচ কার্লোস ময়া।

ফ্রেঞ্চ ওপেনের কোর্ট রোঁলা গাঁরোয় এবার ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের অলিম্পিক টেনিসের একক ও দ্বৈত ইভেন্টে অংশ নেওয়ার কথা। দ্বৈত ইভেন্টে তাঁর সতীর্থ বর্তমান উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।

নাদালের বর্তমান অবস্থা প্রসঙ্গে ময়া বলেছেন, ‘গত দুদিন সে অস্বস্তি অনুভব করেছেন। গতকাল অনুশীলন করেননি। দেখা যাক কতটা সেরে ওঠেন। আজ এবং আগামীকাল শনিবার তিনি কেমন অবস্থায় থাকেন, সেটা আমরা দেখব।’

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ




 

 rajesh pande