অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে ব্যাহত ফ্রান্সের রেল নেটওয়ার্ক
প্যারিস, ২৬ জুলাই (হি.স.): অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভাঙচুরকারীরা ফ্রান্সের রেল নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত করেছে। ভাঙচুরকারীরা ফ্রান্সের হাই-স্পিড টিজিভি নেটওয়ার্ককে টার্গেট করেছে। যাতে দেশের ব্যস্ততম রেললাইনে বড় ধরনের ব
s1


প্যারিস, ২৬ জুলাই (হি.স.): অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভাঙচুরকারীরা ফ্রান্সের রেল নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত করেছে। ভাঙচুরকারীরা ফ্রান্সের হাই-স্পিড টিজিভি নেটওয়ার্ককে টার্গেট করেছে। যাতে দেশের ব্যস্ততম রেললাইনে বড় ধরনের ব্যাঘাত ঘটে এবং তা উদ্বোধনী অনুষ্ঠানে দর্শনার্থীদের আসতে ব্যাঘাত ঘটাবে। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এই হামলার নিন্দা করেছেন।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্রান্স একটি অভূতপূর্ব নিরাপত্তা অভিযান চালাচ্ছে। অনুষ্ঠানটি সুরক্ষিত করার জন্য, ৪৫ হাজারের বেশি পুলিশ, ১০ হাজার সৈন্য এবং ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করেছে। তাছাড়া বাড়িগুলির ছাদে স্নাইপাররা থাকছে এবং ড্রোনের মাধ্যমে আকাশ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি / সৌম্যজিৎ




 

 rajesh pande