ত্ৰিপুরায় আত্মগোপন বাংলাদেশের ধুদুকছড়া খুনে জড়িত অভিযুক্ত, জেএসএস (সন্তু লামা) গোষ্ঠীর তৎপরতায় আতঙ্কিত স্থানীয়রা
ত্ৰিপুরায় আত্মগোপন বাংলাদেশের ধুদুকছড়া খুনে জড়িত অভিযুক্ত, জেএসএস (সন্তু লামা) গোষ্ঠীর তৎপরতায় আতঙ্কিত স্থানীয়রা


ধলাই (ত্রিপুরা), ৯ জুলাই (হি. স.) : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় সক্রিয় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (সন্তু লামা) গোষ্ঠীর সাম্প্রতিক কিছু কাজকর্মে ভারত-বাংলাদেশ তথা ত্রিপুরা-বাংলাদেশ সম্পর্ক নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কা তৈরি হয়েছে ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত গণ্ডাছড়া মহকুমার শান্তি, সুস্থিতি ও সার্বক উন্নয়ন নিয়ে।

গত ৮ জুন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পানছড়ি উপজেলার ধুদুকছড়া হাতিমারা এলাকায় বরুণ বিকাশ চাকমা নামের একজনকে হত্যা করা হয়। পেশায় দর্জি বরুণের হত্যায় সরাসরি নাম জড়িয়ে যায় জেএসএস (সন্তু লামা) গোষ্ঠীর। বাংলাদেশ পুলিশের হিসেবে সন্তু গ্রুপের দিলীপ চাকমা ওরফে গাল পোড়া, অস্ত্র ব্যবসায়ী সমাজপ্রিয় চাকমা, সুপন চাকমা ওরফে টংগুল আর নুনমণি চাকমা ওরফে বিপ্লব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এই গোষ্ঠীটি এর আগে পানছড়িতে বিপুল, সুনীল, লিটন, রহীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে বাংলাদেশের গোয়েন্দা সূত্রের খবর। এমতাবস্থায় বাংলাদেশ পুলিশ ও সুরক্ষা বাহিনী থেকে আত্মগোপন করতে এই দল গতকাল সোমবার অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরার গণ্ডাতুইসা মহকুমায় আশ্রয় নিয়েছে।

সুস্পষ্ট খবর, এই দলটি মহকুমার রইস্যাবাড়ি থানা এলাকার কালাবিজয় পাড়ায় আশ্রয় নিয়েছে। এমন-কি সেখানে সমাজপতিদের সঙ্গে গোপন বৈঠক করে এই আত্মগোপনের বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে তারা। যদিও এলাকার যুবক ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন এবং সমাজপতিরা জেএসএস গোষ্ঠীর এই ফাঁদে পা দেননি । ফলে মঙ্গল বা বুধবার ত্রিপুরার অন্যত্র আত্মগোপনের স্বার্থে তারা ছড়িয়ে পড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে ।

এমতাবস্থায় সাধারণ মানুষ চাইছেন, সাধারণ এবং পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে তাদের জালে তুলুক। অন্যথায় বড়সড় কোনও বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে।

(শেষ)

হিন্দুস্থানের খবর / অনীশ ভট্টাচার্য / সমীপ কুমার দাস




 

 rajesh pande