ভারত বাংলাদেশ টেস্ট : প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত
চেন্নাই, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। প্রথম সেশনে ১০০ রানও তুলতে পারেনি। কিন্তু দিনের শেষে ভারত সুবিধাজনক অবস্থায়। রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় ৩৫০এর
India Bangladesh Test: Advantage India


চেন্নাই, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। প্রথম সেশনে ১০০ রানও তুলতে পারেনি। কিন্তু দিনের শেষে ভারত সুবিধাজনক অবস্থায়। রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় ৩৫০এর কাছাকাছি পৌঁছে গেছে। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ৩৩৯।

টসে জিতে বোলিং করে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন হাসান মাহমুদ। মাত ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ভারত তখন দিশেহারা । সেখান থেকে পালটা লড়াই শুরু করেন কামব্যাক করা ঋষভ পন্থ। তাঁর সঙ্গী হন যশস্বী জয়সওয়াল। কিন্তু চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফসেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকেও। এরপর ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা । তাঁদের হাত ধরেই ভারত সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande