প্যারিস, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্যারিসে প্যারালিম্পিক্স থেকে দেশকে ২১তম পদকটি এনে দিলেন সচিন খিলাড়ি। তিনি শট পাটে রুপো পেলেন। ১৬.৩২ মিটার দূরে লোহার বল ছুড়ে রুপো পেলেন সচিন। কানাডার গ্রেগ স্টুয়ার্ট সোনা জিতেছেন।
সচিন ছাড়াও এই ইভেন্টে ছিলেন ভারতের মহম্মদ ইয়াসির এবং রোহিত কুমার। ইয়াসির শেষ করেছেন অষ্টম স্থানে। তিনি ছোড়েন ১৪.২১ মিটার। আর নবম স্থানে শেষ করছেন রোহিত, তিনি ছোড়েন ১৪.১০ মিটার। এই নিয়ে এখন পর্যন্ত ২১টি পদক জিতল ভারত।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি