একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করল উইজডেন
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করল উইজডেন। যেখানে সর্বোচ্চ ৫ জন রয়েছে অস্ট্রেলিয়ার, ৪ জন রয়েছে দক্ষিণ আফ্রিকার ও ২ জন রয়েছে ভারতীয় ক্রিকেটার। নেই কোনও ইংলিশ ক্রিকেটার। দুই দশকের পারফরম্যান্স বিবেচনা করে এই এ
একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করল উইজডেন


কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করল উইজডেন। যেখানে সর্বোচ্চ ৫ জন রয়েছে অস্ট্রেলিয়ার, ৪ জন রয়েছে দক্ষিণ আফ্রিকার ও ২ জন রয়েছে ভারতীয় ক্রিকেটার। নেই কোনও ইংলিশ ক্রিকেটার। দুই দশকের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ ঘোষণা করা হয়েছে ।

ভারতের জাসপ্রিত বুমরাহ ও বীরেন্দ্র শেহবাগ এই তালিকায় স্থান পেয়েছেন।

উইজডেনের প্রকাশিত একাদশ:

বীরেন্দ্র শেহবাগ (ভারত), গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), এডাম গিলক্রিষ্ট (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande