নিষেধাজ্ঞা থেকে মুক্ত বার্সেলোনা কোচ
বাজেল (সুইজারল্যান্ড), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে বার্সেলোনা পেল সুখবর। স্প্যানিশ ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস জর্গের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা। ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিউক্যা
নিষেধাজ্ঞা থেকে মুক্ত বার্সেলোনা কোচ


বাজেল (সুইজারল্যান্ড), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে বার্সেলোনা পেল সুখবর। স্প্যানিশ ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক ও তার সহকারী মার্কাস জর্গের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে উয়েফা। ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন তারা।

উল্লেখ্য, গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্লিক। অসদাচরণের দায়ে প্রতিযোগিতাটিতে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করা হয় এই জার্মান কোচকে। একই শাস্তি পান তার সহকারী জর্গও। পরে তাদের শাস্তির বিরুদ্ধে আপিল করে বার্সেলোনা।

তবে ফ্লিক ও জর্গ দুজনকেই এক বছর ‘পর্যবেক্ষণে’ রাখবে উয়েফা। এই সময়ের মধ্যে আবার একই ধরনের আচরণ করলে শাস্তি পুনর্বহালের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞাও আসতে পারে। লিগায় রবিবার ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande