দুবাই, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (১২ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে সালমান আগার দল। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৬৭ রানেই আল আউট হয়ে যায় ওমান। আর তাতেই ৯৩ রানের বিশাল জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে হারিস সব্বোর্চ ৬৬ রান করেন। আর বোলিং এ সাইয়ুম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি করে উইকেট।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি