হংকং ওপেন ২০২৫ : চাইনিজ তাইপেইয়ের লিন এবং চেনকে হারিয়ে ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি
হংকং, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতের তারকা পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি শনিবার সরাসরি গেমে জয়ের মাধ্যমে হংকং ওপেন সুপার ৫০০-এর ফাইনালে উঠেছেন। বিশ্বের ৯ নম্বর জুটি চাইনিজ তাইপের বিং-ওয়েই লিন এবং চেন চেং কুয়ানকে
হংকং ওপেন ২০২৫ : চাইনিজ তাইপেইয়ের লিন এবং চেনকে হারিয়ে ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি


হংকং, ১৩ সেপ্টেম্বর (হি.স.):

ভারতের তারকা পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি শনিবার সরাসরি গেমে জয়ের মাধ্যমে হংকং ওপেন সুপার ৫০০-এর ফাইনালে উঠেছেন।

বিশ্বের ৯ নম্বর জুটি চাইনিজ তাইপের বিং-ওয়েই লিন এবং চেন চেং কুয়ানকে ২১-১৭, ২১-১৫ গেমে পরাজিত করে ছয়টি সেমিফাইনালের হৃদয়বিদারক লড়াইয়ের পর মরসুমের প্রথম ফাইনালে উঠেছে।

অষ্টম বাছাই ভারতীয়রা চিনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং এবং চাইনিজ তাইপেইয়ের ফ্যাং-চিহ লি এবং ফ্যাং-জেন লির মধ্যে অন্য সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।

সাত্ত্বিক এবং চিরাগের জন্য, এই ফলাফলটি আরেকটি শীর্ষ সংঘর্ষের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার চেয়েও বেশি কিছু। এটি তাদের শরীর এবং মনোবল উভয়েরই পরীক্ষায় ভোগা এক কঠিন বছর থেকে একটি উত্তেজনাপূর্ণ প্রত্যাবর্তনকে চিহ্নিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande