নিউ ইয়র্ক, ৪ সেপ্টেম্বর (হি.স.): ইউ এস ওপেনের ফাইনালে ওঠা হলো না রোহন বোপান্না-আলদিলা সুতজিয়াদি জুটির। সেমিতে আমেরিকার টাউনসেন্ড-ইয়ং জুটির কাছে ৬-৩, ৬-৪ ফলে হেরে গেলেন বোপান্নারা।
বুধবার আমেরিকার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বোপান্না, সুতজিয়াদি জুটি। আমেরিকার জুটির কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তাঁরা। আর দু'ধাপ এগোতে পারলেই চলতি বছর বোপান্না শেষ করতে পারতেন গ্র্যান্ডস্লাম জয় দিয়ে। কিন্তু পারলেন না। উল্লেখ্য আগেই পুরুষদের ডবলস থেকেও বিদায় নিয়েছিলেন বোপান্না।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি