উদয়পুরে কংগ্রেসের যোগদান সভা, ঘরের ছেলেরা ফিরল ঘরে
উদয়পুর (ত্রিপুরা), ৪ সেপ্টেম্বর (হি.স.) : ২০১৮ সালের আগে এ রাজ্যে বহু মানুষ তৎকালীন বামফ্রন্ট ও কংগ্রেস দল থেকে বর্তমান শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন। ধীরে ধীরে শাসক দল বিজেপি যখন রাজ্যে শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন দেখা গেছে বিভিন্
কংগ্রেসের যোগদান সভা


উদয়পুর (ত্রিপুরা), ৪ সেপ্টেম্বর (হি.স.) : ২০১৮ সালের আগে এ রাজ্যে বহু মানুষ তৎকালীন বামফ্রন্ট ও কংগ্রেস দল থেকে বর্তমান শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন। ধীরে ধীরে শাসক দল বিজেপি যখন রাজ্যে শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন দেখা গেছে বিভিন্ন জায়গা শাসক দল ছেড়ে পুরনো দলে একাংশ যুবকদের চলে যেতে লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার উদয়পুর মহাকুমার বাগমা এলাকার কিছু যুবক শাসকদল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছে। যারা বুধবার বাগমায় বিজেপি দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন তারা এক সময় কংগ্রেস দলেই ছিলেন। ২০১৮ সালের আগে তারা কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন। এদিন যারা কংগ্রেসে যোগদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিশ্বজিৎ পাল, মানিক পাল, বলরাম দেবনাথ, শান্তনু ঘোষ, প্রলয় রায় ও সঞ্জিত দেবনাথ।

তাদের দলে বরণ করে নেন গোমতী জেলার কংগ্রেস সভাপতি টিটন পাল। তিনি বলেন, আজকে যারা কংগ্রেস দলে যোগদান করেছেন একটা সময় তারা কংগ্রেস দলের সঙ্গেই ছিলেন। আজকে ঘরের ছেলেরা ঘরে ফিরেছেন। টিটন পাল জানান, আগামীদিনে আরো বহু মানুষ কংগ্রেস দলে যোগদান করবেন। গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande