
হাফলং (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় এক কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই মাদক পাচারকারীকে বরপেটা জেলার অন্তর্গত সর্থেবাড়ি থানাধীন নিজবরলার জাইদুল ইসলাম (৩০) এবং নগাঁও জেলার জুরিয়া থানার অন্তর্গত ফুরহানিয়াটের আনসারুল ইসলাম (২২) বলে পরিচয় পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার শিলচর-লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ে অভিযান চালিয়ে পুলিশ এএস ০১ জিই ৫৫৫৪ নম্বরের একটি বলেরো থেকে বিপুল পরিমানের ব্রাউন সুগার উদ্ধার করেছে। ডিমা হাসাও জেলায় এই প্রথম বিশাল অঙ্কের ড্রাগস উদ্ধার করেছে পুলিশ।
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ জানিয়েছেন, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানকালে মিজোরাম থেকে শিলচর হয়ে এএস ০১ জিই ৫৫৫৪ নম্বরের বলেরো গাড়িটিকে লামডিং যাওয়ার পথে ২৭ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ে আটক করা হয়। বলেরো গাড়িতে তালাশি চালিয়ে পেছনে কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৪৫টি সাবানের কেসে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫২৭.৪৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেন অভিযানকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ জানান, ধৃত দুই ড্রাগস পাচারকারীর হেফাজত থেকে তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং বলেরোর আরসি বুক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত জাইদুল ইসলাম এবং আনসারুল ইসলামের বিরুদ্ধে হারাঙ্গাজাও থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারা রুজু করা হয়েছে। পৃথক পৃথকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব