
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি স)। তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে কোনো মনীষী বা মহাপুরুষকে সম্মান করে না। বিভিন্ন প্রকল্প ও স্থাপনার নামকরণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হয়ে উঠেছে। বৃহস্পতিবার এই অভিযোগ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তোষণমূলক রাজনীতি চালানো হচ্ছে। এই পরিস্থিতি রাজ্যের সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।
মতুয়া সমাজ ও নাগরিকত্ব প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কোনো মতুয়া নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সিএএ-এর মাধ্যমে যোগ্য সকল মানুষ নাগরিকত্ব পাবেন এবং এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আসন্ন রানাঘাট জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি এই বিষয়ে স্পষ্ট বার্তা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আজ অভ্যন্তরীণ দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও কাটমানি রাজনীতির কারণে ভেঙে পড়ছে। সংখ্যালঘু সমাজের মধ্যেও সরকারের প্রতি আস্থা কমছে এবং রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত