
শিমলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে অনলাইন বিনিয়োগের নামে সাইবার প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। তবে সময়মতো অভিযোগ করায় শিমলা সাইবার পুলিশ ৩৪ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতারিত যুবক সোলান জেলার বাসিন্দা। তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে শেয়ার বাজার ও অনলাইন বিনিয়োগে দ্রুত লাভের আশ্বাস দেওয়া হয়। নিজেদের বিনিয়োগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রতারকরা ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করায়।
পরে সন্দেহ হওয়ায় যুবক শিমলা সাইবার থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সংশ্লিষ্ট ব্যাংক লেনদেন চিহ্নিত করে ৩৪ লক্ষ টাকা হোল্ড করায়। পুলিশ আরও জানিয়েছেন, অভিযোগে দেরি হলে পুরো টাকাই হাতছাড়া হয়ে যেত।
গত এক মাসে এটি রাজ্যে সাইবার প্রতারণার তৃতীয় বড় ঘটনা। প্রতারক চক্র কোথা থেকে কাজ করছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার পুলিশ সাধারণ মানুষকে অচেনা কল, মেসেজ বা বিনিয়োগ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। সন্দেহজনক কিছু হলে দ্রুত ১৯৩০ সাইবার হেল্পলাইন বা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে বলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য