দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি ‘প্রবাসী অধিকার আন্দোলন’-এর
দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি ‘প্রবাসী অধিকার আন্দোলন’-এর
Activists of Prabasi Odhikar Andolan at PC


।। রাজীব দে ।।

ঢাকা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে ‘প্রবাসী অধিকার আন্দোলন’। নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করার আহ্বান জানান ‘প্রবাসী অধিকার আন্দোলন’-এর কর্মকর্তারা।

আজ শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলন করে ‘প্রবাসী অধিকার আন্দোলন’-এর কর্মকর্তারা বলেন, বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১১ কোটি ৯১ লক্ষ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে দেড় কোটি প্রবাসী ভোটার কর্মসূত্রে বিদেশে অবস্থান করছেন। যা মোট ভোটারের শতকরা ১৩ ভাগ।

তাঁরা বলেন, ২০০৮ সাল থেকে 'পোস্টাল ব্যালট'-এর মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও জটিল পদ্ধতি ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোট দিতে আগ্রহ দেখাননি। এই অবস্থার পরিবর্তন চায় প্রবাসী অধিকার আন্দোলন।

সাংবাদিক সম্মেলনে প্রবাসী অধিকার আন্দোলনের আহ্বায়ক নুরুল মোস্তফা খোকন জানান, অর্থনীতিতে প্রবাসীদের বিপুল অবদান থাকলেও, ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাঁরা ভূমিকা রাখতে পারছেন না।

নিবার্চন বিশেষজ্ঞ ড. আব্দুল আলিম বলেন, বর্তমানে বিশ্বের ১২০টি দেশ তাদের প্রবাসী জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সময় এই বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি দেশে ছাত্র আন্দোলন চলাকালে সংহতি জানিয়ে সংযুক্ত আরব-আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বিক্ষোভ করেন। এতে সেই দেশের সরকার ৫৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে তাঁদের ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে দেশ। ওই সকল প্রবাসীকে সে দেশেই কাজের সুযোগ ফিরিয়ে দেওয়া আহ্বান জানান বক্তারা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande