ময়মনসিংহের ভারত-বাংলাদেশ সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল হক ও শ্যামল দত্ত সহ চার
ময়নসিংহ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অবৈধপথে ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম সহ চা
ময়মনসিংহের ভারত-বাংলাদেশ সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল হক ও শ্যামল দত্ত


।। রাজীব দে ।।

ময়মনসিংহ, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্তকে আটক করা হয়েছে। ময়নসিংহ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অবৈধপথে ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম সহ চারজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তাঁদের বহনকারী একটি প্রাইভেট কার বাজেয়াপ্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

ময়মনসিংহের ধোবাউড়া থানার ওসি মহম্মদ চাঁন মিয়াঁ জানান, রবিবার গভীর রাতে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করেন এলাকাবাসী। তাঁরা সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানান তাঁরা। পুলিশ আজ ভোরে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামি লিগ সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শ্যামল দত্ত স্বপরিবারে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তাঁকে ওই দিন আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এর পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মোজাম্মেল বাবু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারে শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছে, এতে মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।

শ্যামল দত্ত ভোরের কাগজ-এর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মোজ্জাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande