এ পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫৩টি অস্ত্র, গ্রেফতার ২৫ জন
অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।
Operation of joint forces across Bangladesh_Representational


ঢাকা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রিভলবার, ১৮টি পিস্তল, দুটি রাইফেল, ১১টি শটগান, একটি পাইপগান, ছয়টি শুটারগান, তিনটি এলজি, তিনটি বন্দুক, একটি একে ৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান এবং তিনটি এসবিবিএল।

যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র্যা ব। আজ শনিবার পুলিশ সদর দফতর থেকে প্ৰেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande