কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): দলীপে ভারত এ-র হয়ে খেলছেন বাংলার আকাশ দীপ। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেন তিনি।
প্রথম ইনিংসে ২৭ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। উইকেট গুলির মধ্যে আছে ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, নবদীপ সাইনি ও যশ দয়ালের উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভাল পারফরম্যান্স আকাশ দীপের। ১৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাংলার এই পেসার। দ্বিতীয় ইনিংসে ভারত বি-র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর ও নবদীপ সাইনিকে আউট করেন তিনি।
দুই ইনিংস মিলিয়ে ৪১ ওভার বল করে আকাশ দীপ দিয়েছেন ১১৬ রান, নিয়েছেন ৯ উইকেট।
সুতরাং দলীপে ভাল বল করার জন্য আকাশ দীপের বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনা বাড়ল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি