মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার এবং বৃহস্পতিবার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হরিয়ানা কোয়ার্টার ফাইনালে গুজরাটকে দুই উইকেটে পরাজিত করেছে। তারা সেমিফাইনাল খেলবে কর্ণাটকের বিরুদ্ধে। কর্ণাটক কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে ৫ রানে জয়ী হয়েছে ।
অন্য সেমিফাইনালে, রাজস্থানের বিরুদ্ধে নয় উইকেটে জয়ী বিদর্ভ, মহারাষ্ট্রের মুখোমুখি হবে, যারা পঞ্জাবকে ৭০ রানে হারিয়েছে।
প্রথম সেমিফাইনাল: হরিয়ানা বনাম কর্ণাটক - ১.৩০ মিনিট, কোটাম্বি স্টেডিয়াম, ভাদোদরা
দ্বিতীয় সেমিফাইনাল: বিদর্ভ বনাম মহারাষ্ট্র - ১.৩০ মিনিট , কোটাম্বি স্টেডিয়াম, ভাদোদরা
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি