এশীয় অলিম্পিক কাউন্সিলে প্রথম ভারতীয় সভাপতি রণধীর সিং
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় অ্যাথলিটদের জন্য সুসংবাদ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন ভারতের রণধীর সিং। এই প্রথম কোনও ভারতীয় বসলেন ওসিএ-র সভাপতি পদে। রবিবার দিল্লিতে ওসিএ-র ৪৪তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন রণধীর সি
এশীয় অলিম্পিক কাউন্সিলে প্রথম ভারতীয় সভাপতি রণধীর সিং


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় অ্যাথলিটদের জন্য সুসংবাদ। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন ভারতের রণধীর সিং। এই প্রথম কোনও ভারতীয় বসলেন ওসিএ-র সভাপতি পদে।

রবিবার দিল্লিতে ওসিএ-র ৪৪তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন রণধীর সিং।

ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও এশিয়ার ৪৫টি দেশের ক্রীড়া প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে রণধীর সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর মেয়াদ ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত। তবে ২০২১ সাল থেকে রণধীর সিং ওসিএ-র কার্যকরী সভাপতির দায়িত্বে আছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande