চেন্নাই, ১০ জানুয়ারি (হি.স.): মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত মানের পরিষেবা-সহ অমৃত ভারত ট্রেন। শুক্রবার এই কথাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সকালে চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, দেশের নাগরিকদের বিশ্বমানের পরিষেবা দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতেই অমৃত ভারত ২.০ ট্রেন চালু করা হয়েছে। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়াতে অমৃত ভারত ট্রেনের কামরায় উন্নত সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ