প্রয়াগরাজ, ১০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে আকাশবাণীর একটি এফএম. রেডিও চ্যানেল শুরু করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, জলশক্তি মন্ত্রী স্বতন্ত্রদেব সিং, মুখ্য সচিব মনোজ কুমার সিং প্রমুখ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগানও ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন এই অনুষ্ঠানে। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগল মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মহাকুম্ভ কেবল একটি অনুষ্ঠান নয়, সনাতন গৌরবের এক মহান উত্সব। যাঁরা সনাতন ধর্মের গৌরব দেখতে চান, তাঁরা এসে কুম্ভ প্রত্যক্ষ করুন। এখানে ধর্মের ভেদাভেদ নেই, জাতপাত নেই, অস্পৃশ্যতা নেই, লিঙ্গের ভেদাভেদ নেই। সঙ্গমের তীরে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে স্নান করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যখন সততার সঙ্গে সনাতন গৌরবকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন আমজনতা প্রসার ভারতীর সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি বলেন, আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার প্রথম মাধ্যম ছিল আকাশবাণী। আকাশবাণীতে সম্প্রচারিত রামচরিতমানসের পংক্তিগুলো মানুষ মনোযোগের সঙ্গে শুনতেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ